Tahajjut prayer is a virtue that cannot be expressed. No matter what danger you face in life, if you get up on the last night before Fajr Azan and pray 2/4 rakat and ask Allah for deliverance, Allah will reward you in a way that cannot be expressed in words. No.. Alhamdulillah
During Tahajjud prayer, Rakaat
- Salatul Lail or Tahajjud prayers can be offered from the time of Isha prayer till the time of Sadek in the morning. But it is better to perform Tahajjud prayer after midnight. It is best to perform the Tahajjud prayer on the last night.
Tahajjud prayers can be recited from 2 to 12 rakats. Minimum 2 rak'at and maximum 12 rak'at. Rasulullah Sallallahu Alaihi Wasallam used to recite 8 Rakat Tahajjud. So it is better to read 8 Rakat Tahajjud. But it is not necessary to read it.
If possible perform 12 Rakat Tahajjud. But it is better to pray 8 rak'ahs. If not possible, perform 4 rak'ahs. If that is not possible then it is better to perform Tahajjud even if it is 2 Rakat. However, Tahajjud prayer has no effect.
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ رَكَعَتِى التَّهَجُّدِ - اَللهُ اَكْبَر
Meaning: Making the intention of Tahajjud for two rak'ahs
The Prophet, may God bless him and grant him peace, used to perform this prayer in two rak'ahs. This prayer can be read with any surah. But he used to pray in long Qaraat. So it is better to perform Tahajjud in a long Qaraat.In Takbeer Tahrima says 'Allahu Akbar'.
- Then the chick reading.
- Recitation of Surah Fateha.
- Surah matching and reading the Korat.
Rasulullah sallallahu alayhi wa sallam used to read very long kerat. Then perform ruku, sajda like other prayers. This is how to complete the prayer by saying Tashahhud, Durood and Dua Machura after performing the second Rak'at and returning the Salam.
It is better to perform 8 rakat Tahajjud prayers in two rakats in this way.
তাহাজ্জুত নামাজ এমন একটা ফজিলত যেটা বলে প্রকাশ করার মতো না.আপনি জীবনে যে কোনো বিপদে পড়েন না কেন ,যদি শেষ রাতে ফজর আজানের এর আগে উঠে ২/৪ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুক্তি চান আল্লাহ আপনাকে এমন ভাবে ফল দিবেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না.. আলহামদুলিল্লাহ
তাহাজ্জুদ নামাজের সময়, রাকাআত
- ইশার নামাজ আদায়ের পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায়। তবে অর্ধ রাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম।
তাহাজ্জুদ নামাজ ২ থেকে ১২ রাকাআত পর্যন্ত পড়া বর্ণনা পাওযা যায়। সর্ব নিম্ন ২ রাকাআত আর সর্বোচ্চ ১২ রাকাআত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৮ রাকাআত তাহাজ্জুদ পড়তেন। তাই ৮ রাকাআত তাহাজ্জুদ পড়াই ভালো। তবে এটা পড়া আবশ্যক নয়।
সম্ভব হলে ১২ রাকাআত তাহাজ্জুদ আদায় করা। তবে ৮ রাকাআত আদায় করা উত্তম। সম্ভব না হলে ৪ রাকাআত আদায় করা। যদি তাও সম্ভব না হয় তবে ২ রাকাআত হলেও তাহাজ্জুদ আদায় করা ভালো। তবে তাহাজ্জুদ নামাজের কোনো কাজা নেই।
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ رَكَعَتِى التَّهَجُّدِ - اَللهُ اَكْبَر
অর্থ : দুই রাকাআত তাহাজ্জুদের নিয়ত করছি.. অতঃপর ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বেঁধে নামাজ পড়া।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই দুই রাকাআত করে এ নামাজ আদায় করতেন। যে কোনো সুরা দিয়েই এ নামাজ পড়া যায়। তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ আদায় করা উত্তম। তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বাঁধা।
- অতঃপর ছানা পড়া।
- সুরা ফাতেহা পড়া।
- সুরা মিলানো তথা কেরাত পড়া।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক লম্বা কেরাত পড়তেন। অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু, সেজদা আদায় করা। এভাবেই দ্বিতীয় রাকাআত আদায় করে তাশাহহুদ, দরূদ ও দোয়া মাছুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।
এভাবে দুই দুই রাকাআত করে ৮ রাকাআত তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম।