Friday, December 22, 2023
Home »
» evil eye (বদ নজর)
evil eye (বদ নজর)
People's views are different. Some look kindly, and some look violently. Many times it can be seen that people get angry at a good thing. If there is a bad eye - the observed person or thing faces loss and misfortune.On the authority of Ayesha (R.A.), Rasulullah (S.A.W.) said, 'Seek refuge in Allah from the effects of the evil eye. Because the effect of gaze is true.' (Ibn Majah, Hadith: 3508)
Prayer to save from evil eye..
Pronunciation: Bismillahi arqiqa, min kulli shayin yujiqa, wa min kulli ainin and wa hasidin Allahu yashfiqa, bismillahi arqiqa.
Meaning: I blow you in the name of Allah; May Allah heal you from the things that trouble you, the evil eye of the soul or the evil eye of the envious; Blowing you in the name of Allah. (Muslim, Hadith: 5512)
মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয়।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)
বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।
অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)
0 comments:
Post a Comment